Coronavirus এ আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় পাঁচ জন মৃত্যুবরণ করেন। আক্রান্ত হন নতুন করে আরো 41 জন। পাঁচজন সহ মোট মৃত্যুর মিছিলে যোগ হলো 17 জন। মোট আক্রান্ত 164 জন। এদের মধ্যে 20 জন ঢাকার এবং 15 জন নারায়ণগঞ্জের বাসিন্দা। গত 24 ঘণ্টায় 792 টি নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর।
No comments